Template:Appeal/Brandon/bn: Difference between revisions
m 1 revision: importing ready appeals |
m Adding title |
||
Line 1: | Line 1: | ||
== উইকিপিডিয়া প্রোগ্রামার ব্র্যান্ডন হ্যারিসের পক্ষ থেকে == |
|||
মনে হচ্ছে আমি যেন আমার মৃত্যুসংবাদের প্রথম লাইনটায় আছি। |
মনে হচ্ছে আমি যেন আমার মৃত্যুসংবাদের প্রথম লাইনটায় আছি। |
||
Revision as of 19:06, 28 February 2019
উইকিপিডিয়া প্রোগ্রামার ব্র্যান্ডন হ্যারিসের পক্ষ থেকে
মনে হচ্ছে আমি যেন আমার মৃত্যুসংবাদের প্রথম লাইনটায় আছি।
আমি এখন উইকিপিডিয়ার জন্য যা করছি, আমার মনে হয় না জীবনে এতোটা গুরুত্বপূর্ণ আর কোনো কাজ করবো। আমরা শুধু একটা বিশ্বকোষই তৈরি করছি না, আমরা মানুষকে মুক্ত করতে কাজ করছি। যখন জ্ঞানের ভান্ডারে আমাদের মুক্ত প্রবেশাধিকার থাকবে, তখন আমরা আরও ভাল থাকবো। আমরা বুঝি এই পৃথিবীটা আমাদের থেকে বড়, আর আমরা সহিষ্ণুতা এবং বোঝাপড়ার দ্বারা সংক্রমিত হই।
উইকিপিডিয়া পৃথিবীর সবচেয়ে বেশি দেখা ওয়েবসাইটগুলোর মধ্যে ৫ম। আমি সেই অমুনাফাভোগী ছোট্ট সংগঠনে কাজ করি যা উইকিপিডিয়াকে ওয়েবে বিরাজমান রাখে। আমরা বিজ্ঞাপন প্রচার করি না, কারণ এমনটা করলে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিতে হতে পারে। এই সাইটটি কোনো প্রপাগান্ডার হাতিয়ার নয় এবং কক্ষণো তা হবেও না।
আমাদের পাঠকদের কাছ থেকে পাওয়া অনুদানের কারণেই আামদের কাজটি সম্ভব হয়। আপনি কি ৫, ১০, ২০ মার্কিন ডলার কিংবা আপনার সাধ্যমতো যেকোনো পরিমাণ অনুদান দিয়ে উইকিপিডিয়াকে রক্ষা করতে সহায়তা করবেন?
আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনে কাজ করি কেননা আমার হৃদয়ের সবকিছু আমাকে বলে এটাই সঠিক কাজ। আমি অনেক বড় প্রযুক্তি কোম্পানীতে কাজ করেছি, এমন আস্তাকুঁড়ে জিনিস তৈরির কাজ করেছি যা আসলে কিছু বাচ্চার কাছ থেকে অর্থ চুরি করে আনার জন্য প্রস্তুত করা, সেই বাচ্চারা যার কিছুই জানতো না। আমি কাজ শেষে বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরতাম।
আপনি হয়তো এটা জানেন না, কিন্তু উইকিমিডিয়া ফাউন্ডেশন চলে খুবই অল্প সংখ্যক কর্মী দিয়ে। সেরা দশটি অন্যান্য সাইটের হাজারো মানুষ আর বিপুল বাজেট রয়েছে। কিন্তু আমরা যৎসামান্য সম্পদ দিয়ে যা তুলে আনি তারা এর একটা সামান্য অংশ পরিমান তৈরি করতে পারে।
আপনি যখন উইকিপিডিয়ায় দান করেন, তখন আপনি সারা পৃথিবীতে মুক্ত জ্ঞানকে সহায়তা করছেন। আপনি শুধু আপনার সন্তান কিংবা তাদের সন্তানদের জন্য একটি সম্পদ রেখে যাচ্ছেন না, আপনি বিশ্বব্যাপী সেসব মানুষের উত্তরণ ঘটাচ্ছেন যাদের এই ধনভান্ডারে প্রবেশের সুযোগ রয়েছে। আপনি এটা নিশ্চিত করছেন যে একদিন অন্যরাও করবে।
ধন্যবাদান্তে,
ব্র্যান্ডন হ্যারিস
প্রোগ্রামার, উইকিমিডিয়া ফাউন্ডেশন