Template:Appeal/Kaldari/bn

From Donate
Revision as of 16:09, 30 November 2011 by Jsoby (talk | contribs) (1 revision: importing ready appeals)
Jump to navigation Jump to search

ইন্টারনেট এক সময় সত্যিই খুব চমৎকার ছিল ।

৯০ দশকের সেই "পুরনো দিনগুলিতে" ইন্টারনেটে এত বেশি বৈচিত্র্য ছিল যে এটাকে মজার মজার মানুষদের একটা সম্প্রদায়ের মত মনে হতো, এখন যাকে - আপনি জানেন - মূলত একটা ‘গ্লোরিফাইড’ টেলিভিশন বলে মনে হয়।

যে কয়জন সেচ্ছাসেবক উইকিপিডিয়া তৈরি করেছিল আমি তাদের একজন । এবং অনেককাল আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবার সাথে তথ্য ভাগাভাগি করা এবং মানুষকে শিক্ষিত করে তোলা অর্থোপার্জনের চেয়ে অনেক বেশী গুরুত্বপুর্ণ। সেজন্যই উইকিপিডিয়া এখন একটি অমুনাফাভোগী সংস্থা দ্বারা পরিচালিত হয়, এবং এটি কখনো বিজ্ঞাপন প্রচার করবে না। সার্ভারগুলো চালু রাখতে এবং স্বল্পসংখ্যক স্টাফদের বেতন দিতে টাকারতো প্রয়োজন হয়ই । কিন্তু বিজ্ঞাপনদাতা এবং আর্থিক প্রভাবের চাপে আমাদের কাজ যাতে ব্যাহত না হয়, সেই জন্য প্রতি বছর আমরা আমাদের পাঠকদের কাছে অনুরোধ করি তাদের অর্থ দিয়ে মানুষদের সত্যিকারের এই সম্প্রদায়কে সমর্থন জানাতে, যারা ইন্টারনেটে ভিন্ন কিছুর প্রতিনিধিত্ব করে । অনুগ্রহ করে ৫ ডলার, ১০ ডলার বা আপনার সাধ্যমত যতটুকু পারেন অনুদান দিন ।

অনেক বছর উইকিপিডিয়ায় সম্পাদনা করার পর, আমি শেষপর্যন্ত একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে এখানে যোগ দেই । এবং আমি আপনাকে বলতে পারি, উইকিপিডিয়া যে অবকাঠামোতে চলে তা সামান্য যা অনুদান পাওয়া যায় তার মতই সীমিত ।

গুগলের দশ লক্ষের কাছাকাছি সার্ভার থাকতে পারে । ইয়াহুর প্রায় ১৩০০০ জন কর্মচারী আছে । আমাদের আছে ৬৭৯ টি সার্ভার ও ৯৫ জন কর্মচারী ।

উইকিপিডিয়া ওয়েবের ৫ম সাইট এবং এটি প্রতি মাসে ৪৫০ মিলিয়ন মানুষকে কয়েক বিলিয়ন পাতা দেখানোর মাধ্যমে সেবা দিয়ে আসছে।

এখানে দান করার সবচেয়ে ভাল দিকটা হল, যখন আপনি উইকিপিডিয়ায় ১০ ডলার অনুদান দেন তখন তা কয়েক গুণ বৃদ্ধি পায় । যদি সেই ১০ ডলার একজন ডেভেলপারের বেতন পরিশোধে সাহায্য করে, যে কিনা তখন একটা টুল তৈরি করে যেটা দিয়ে ১,০০০ জন সেচ্ছাসেবক উইকিপিডিয়ায় কোন চমৎকার কাজ করতে পারে, তখন সহসাই আপনার ১০ ডলার এতপরিমান কাজ করতে সক্ষম হয় যা অন্য কোন ওয়েবসাইটে সম্ভব হতো না ।

আপনার অনুদান উইকিপিডিয়াকে আরো উন্নত করতে আমাদের সহায়তা করবে - এবং নিশ্চিত করবে যাতে ইন্টারনেটের অন্তত এই অংশটুকু চমৎকার থাকে ।

ধন্যবাদ,

রায়ান কালদারি
উইকিপিডিয়া প্রোগ্রামার