এখনই আপনার অনুদানটি প্রদান করুন

পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের পক্ষ থেকে

উইকিপিডিয়া ওয়েবের ৫ম সাইট এবং এটি প্রতি মাসে ৪৫০ মিলিয়ন মানুষকে কয়েক বিলিয়ন পাতা দেখানোর মাধ্যমে সেবা দিয়ে আসছে।

ব্যবসা করা ঠিক আছে। বিজ্ঞাপনও দোষের কিছু না৷ কিন্তু এগুলোর স্থান এখানে উইকিপিডিয়াতে নেই।

উইকিপিডিয়া একটি বিশেষ কিছু। এটি একটি গ্রন্থাগার অথবা সবার জন্য উন্মুক্ত একটি পার্কের মতো। এটি আত্মার উপাসনালয়ের মতো। এটি এমন একটি স্থান যেখানে গিয়ে আমরা চিন্তা করতে, শিখতে বা আমাদের জ্ঞানকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি।

যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করি, তখন আমি এটিকে বিজ্ঞাপনী ব্যানার দিয়ে সাজানো একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে বানাতে পারতাম, কিন্তু আমি ব্যতিক্রম কিছু করার কথা ভেবেছিলাম। আমরা বিগত বছরগুলো থেকে কঠোর পরিশ্রম করে আসছি এটিকে ঋজু ও দৃঢ় রাখতে। আমরা আমাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ করি এবং অবশিষ্ট অন্যের জন্য ছেড়ে দেই।

যারা এটা পড়ছেন তাদের সবাই যদি ৫ ডলার করেও দান করতেন, তাহলে আমাদের বছরে মাত্র একদিন তহবিল সংগ্রহ করলেই হতো। কিন্তু সবাই অনুদান দিতে পারেন না বা দেন না। এবং সেটা ঠিক আছে। প্রতি বছরই পর্যাপ্ত সংখ্যক মানুষ অনুদান দেবার সিদ্ধান্ত নেন।

এবছর তাই অনুগ্রহ করে $৫, €১০, ¥১০০০, বা যতটুকু আপনি পারেন, উইকিপিডিয়াকে রক্ষা করতে ও ধরে রাখতে অনুদান দিন।

ধন্যবাদান্তে,

জিমি ওয়েলস
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা

Sorry, we are unable to detect your country.

Change country